বাংলা

সিপিপিসিসি স্থায়ী কমিটির অষ্টম অধিবেশন শুরু

CMGPublished: 2024-07-24 11:10:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৪: সিপিপিসিসি স্থায়ী কমিটির অষ্টম অধিবেশন গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে শুরু হয়েছে। এতে বিশতম সিপিসি কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা অধ্যয়ন এবং বাস্তবায়নের দাবি জানানো হয়। সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনা জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ওয়াং হু নিং উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সম্পাদক ছাই ছি উদ্বোধনী অনুষ্ঠানে এক প্রতিবেদন পেশ করেন।

ভাষণে ওয়াং হু নিং বলেন, বিশতম সিপিসি কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন চীনের বৈশিষ্ট্যময় আধুনিকীকরণের মাধ্যমে শক্তিশালী দেশ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন। চীনের সাধারণ সম্পাদক সি চিন পিং পূর্ণাঙ্গ অধিবেশনে আরও ব্যাপকভাবে গভীরতর সংস্কার বেগবান করা এবং চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন জোরদার করার তাত্পর্য তুলে ধরেন। সিপিপিসিসিকে অবশ্যই সচেতনভাবে নিজের চিন্তাভাবনা ও কর্মকাণ্ডে সি চিন পিংয়ের ধারাবাহিক নতুন চিন্তা, নতুন দৃষ্টিভঙ্গি’র সাথে একীভূত করতে হবে।

ছাই ছি বলেন, পূর্ণাঙ্গ অধিবেশনের নেওয়া "সিদ্ধান্ত" ২০৩৫ সালের মধ্যে মূল সমাজতান্ত্রিক আধুনিকায়ন বাস্তবায়নের লক্ষ্যের ওপর গুরুত্বারোপ করে পরবর্তী পাঁচ বছরের গুরুত্বপূর্ণ সংস্কারমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যা কেবল সিপিসি’র ১৮তম কমিটির তৃতীয় পুর্ণাঙ্গ অধিবেশনের পর সার্বিকভাবে সংস্কার গভীরতর করার অনুশীলনের ধারণই নয়, বরং নতুন যুগে নতুন যাত্রায় চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন বেগবানের নতুন অধ্যায় সূচনা করেছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn