বাংলা

চীনা নৌবাহিনীর ভাসমান হাসপাতালের "পিস আর্ক" তানজানিয়া সফর শেষ করে মাদাগাস্কার গেছে

CMGPublished: 2024-07-24 11:11:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৪: চীনা নৌবাহিনীর "পিস আর্ক" হাসপাতাল জাহাজ "হারমোনি মিশন ২০২৪" সুষ্ঠুভাবে তানজানিয়ায় মিশন সম্পন্ন করেছে। জাহাজটি তানজানিয়ার দার এস সালাম বন্দর ত্যাগ করে তৃতীয় মিশনে মাদাগাস্কার গেছে।

সাত দিনের বন্ধুত্বপূর্ণ সফরে, "পিস আর্ক" হাসপাতালটি আট হাজারেরও বেশি রোগীর চিকিত্সা করেছে। চোখের ছানি দূর করা এবং রেনাল সিস্ট ডিকম্প্রেশনের মতো ৮০টির বেশি অস্ত্রোপচার করেছে এবং "হারমোনি মিশন-২০২৪’ এর প্রথম সন্তানটি সুষ্ঠুভাবে জন্মগ্রহণ করেছে। এটি তানজানিয়ার "পিস আর্ক" হাসপাতাল জাহাজে প্রসব করা প্রথম "পিস বেবি"।

Share this story on

Messenger Pinterest LinkedIn