বাংলা

চীনের চাওসু জেলায় ডাবল রঙধনু

CMGPublished: 2024-07-23 18:48:54
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৩: চাওসু জেলা চীনের সিনচিয়াংয়ের ইলি কাজাখ স্বায়ত্তশাসিত বান্নারের দক্ষিণ-পূর্বাঞ্চলের অববাহিকায় অবস্থিত। জেলাটি ‘রঙধনু নগর’ নামে পরিচিত। এখানকার জলবায়ু আর্দ্র এবং জল ও ঘাস সমৃদ্ধ।

চীনের জলবায়ু বিভাগ জানাচ্ছে, প্রতিবছরের মে থেকে অগাষ্ট পর্যন্ত চাওসু জেলায় রঙধনু দেখা যায় ১৬০ বারের বেশি। এর মধ্যে ডাবল ও ট্রিপল রঙধনুও আছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn