বাংলা

থিয়ানচিন মহানগর পরিদর্শন করেছেন চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং

CMGPublished: 2024-07-23 11:28:15
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৩: গতকাল (সোমবার) চীনের থিয়ানচিন মহানগর পরিদর্শন করেছেন চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং। তিনি জোর দিয়ে বলেছেন যে, সিপিসি’র দ্বাদশ জাতীয় কংগ্রেসের তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা অনুসারে বিভিন্ন সংস্কার কার্যক্রম চালু করা জরুরি। উচ্চমানের বৈদেশিক উন্মুক্তকরণ এবং উদ্ভাবনী পদ্ধতি অনুসন্ধান করার মাধ্যমে প্রাণশক্তি যোগানো যায় এবং সার্বিক ও গভীর সংস্কারে গুণগতমানের উন্নয়ন বাস্তবায়ন করা যায়।

থিয়ানচিন হাইটেক উদ্ভাবনী উদ্যান পরিদর্শনকালে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা ও প্রশাসনের তথ্য জেনেছেন এবং উদ্যানের বিজ্ঞান প্রযুক্তি গবেষণা, আর্থিক সংস্থা ও কোম্পানির দায়িত্বশীল ব্যক্তিদের সাথে বিনিময় করেছেন লি। তিনি মনে করেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি সৃষ্টি, নতুন মানের উত্পাদন শক্তি উন্নত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ সংস্কার ও উদ্ভাবন। নীতি, অর্থায়ন ও বিজ্ঞান প্রযুক্তি গবেষণায় মাঝারি ও ক্ষুদ্র কোম্পানির সমর্থন ও গবেষকদের উত্সাহব্যাঞ্জক ব্যবস্থা বৃদ্ধি করবে, যাতে আরো বেশি বিজ্ঞান প্রযুক্তি গবেষণার ফলাফল বাস্তবে প্রয়োগ করা যায় এবং নতুন মানের উত্পাদন শক্তি আরো দ্রুত উন্নত করা যায়।

বিনহাই নতুন এলাকায় পরিদর্শনকালে ওটিস লিফট কোম্পানির গবেষণা কাজ, স্মার্ট উত্পাদন লাইন এবং লিফটের নিরাপত্তা মানদণ্ড ও ব্যবহার কার্যমেয়াদসহ বিভিন্ন খোঁজখবর নেন লি।

পরিদর্শনের পর জনাব লি জোর দিয়ে বলেন যে, বিনহাই নতুন এলাকা থিয়ানচিন মহানগরের অর্থনীতি উন্নয়নের চাবিকাঠি, স্থানীয় গভীর সংস্কারে আরো বেশি প্রাণশক্তি ও চালিকাশক্তি যোগানো অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে অবাধ বাণিজ্য পরীক্ষা এলাকার সংস্কার, আর্থিক উদ্ভাবন উন্নয়ন, নতুন ধরনের নগরায়ণসহ বিভিন্ন খাতে উদ্ভাবনী ব্যবস্থা প্রণয়ন করতে হবে। তা ছাড়া, বন্দর পরিবহনের প্রভাব বাড়ানো এবং শিল্প উন্নতির সুপ্তশক্তি বাস্তবায়ন করা জরুরি। যাতে বেইজিং ও হ্যপেই প্রদেশসহ বিভিন্ন এলাকার উন্নয়ন নীতিমালা ভালোভাবে সংযুক্ত করা যায়, আধুনিক শিল্পব্যবস্থা গঠন দ্রুততর করা যায় এবং এ তিনটি এলাকার যৌথ উন্নয়নে আরো বেশি ভূমিকা রাখা যায়।

Share this story on

Messenger Pinterest LinkedIn