বাংলা

চীনে হন্ডুরাসের সাদা চিংড়ির প্রথম চালান

CMGPublished: 2024-07-21 17:32:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২১: চীনে হন্ডুরাসের সাদা চিংড়ির প্রথম চালান উপলক্ষ্যে সম্প্রতি দক্ষিণ হন্ডুরাসের শহর চোলুটকাতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হন্ডুরাসের জাতীয় পরিষদের চেয়ারম্যান, সেদেশের পররাষ্ট্রমন্ত্রী, এবং হন্ডুরাসে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়ু পো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে হন্ডুরাসের জাতীয় পরিষদের চেয়ারম্যান বলেন, দু’দেশের মধ্যে অবাধ বাণিজ্যচুক্তির প্রাথমিক ফলাফল হচ্ছে চীনে সাদা চিংড়ির রফতানি। হন্ডুরাস দ্বিপক্ষীয় বাণিজ্যের এই সুযোগটি গ্রহণ করেছে।

হন্ডুরাসের পররাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে বলেন, তাঁর দেশের উন্নয়নে চীনের দেওয়া সহায়তা ধন্যবাদার্হ। দু’দেশের বাস্তব সহযোগিতা হন্ডুরাসের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রবল চালিকাশক্তি যুগিয়েছে এবং স্থানীয় জনগণের জন্য কল্যাণ বয়ে এনেছে বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় রাষ্ট্রদূত ইয়ু পো জোর দিয়ে বলেন, চীনে হন্ডুরাসের শ্রেষ্ঠ গুণগত মানের সাদা চিংড়ির রপ্তানি, দু’দেশের বাস্তব সহযোগিতার ফল। চীন ও হন্ডুরাসের কূটনৈতিক সম্পর্ক থেকে দু’দেশের জনগণই উপকৃত হচ্ছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn