বাংলা

শিশুদের গ্রীষ্মকালীন ক্যাম্পে চীনের ফার্স্টলেডি

CMGPublished: 2024-07-21 16:41:01
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২১: চীনের ফার্স্টলেডি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যক্ষ্মা ও এইডসবিষয়ক শুভেচ্ছা দূত, এবং ইউনেস্কো’র মেয়ে ও নারীশিক্ষাবিষয়ক বিশেষ দূত ফেং লি ইউয়ান, সম্প্রতি বেইজিং শহর সিটি লাইব্রেরিতে, ‘সূর্যের মধ্যে প্রেম’ শীর্ষক চীন ও আফ্রিকার শিশুদের গ্রীষ্মকালীন ক্যাম্পের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, এবারের গ্রীষ্মকালীন ক্যাম্প চীনা ও আফ্রিকান শিশুদের মিলিত হবার সুযোগ দিয়েছে। এতে চীন-আফ্রিকা ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলনও ঘটেছে।

তিনি আরও বলেন, সুন্দর জীবনের জন্য সাধনার পথে, চীন ও আফ্রিকা বরাবরই হাতে হাত রেখে সামনে এগিয়েছে; দু’পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়াও চমত্কার। চীন ও আফ্রিকা পরস্পরের আন্তরিক বন্ধু। গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশগ্রহণকারী শিশুরা ভবিষ্যতে চীন-আফ্রিকা সম্পর্কের আরও উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

অনুষ্ঠানে ফেং লি ইউয়ান শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রদর্শনী উপভোগ করেন। তাঁরা আফ্রিকায় সহায়তা দানকারী চীনা চিকিত্সকদের গল্প শোনেন। চীনা ও আফ্রিকান শিশুরা এ সময় নাচ ও গান করে এবং বিভিন্ন ক্রীড়ায় অংশগ্রহণ করে।

Share this story on

Messenger Pinterest LinkedIn