বাংলা

জাপান-তাইওয়ান যৌথ মহড়ার তীব্র বিরোধিতায় চীন

CMGPublished: 2024-07-20 18:56:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২০: চীনের তাইওয়ান অঞ্চলের সাথে, গত বৃহস্পতিবার, যৌথ সামুদ্রিক মহড়ায় অংশ নেয় জাপান। চীন এতে তীব্র বিরোধিতা ও অসন্তোষ প্রকাশ করছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র লিন চিয়ান বলেন, জাপান তাইওয়ান ইস্যুতে চীনের কাছে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ‘দুই চীন’ বা ‘এক চীন, এক তাইওয়ান’ তত্ত্বকে সমর্থন না-করার কথা টোকিও বারবার বলে আসছে। এ প্রেক্ষাপটে, বেইজিং জাপানকে ‘এক-চীননীতি’ এবং ‘চীন-জাপান চারটি রাজনৈতিক দলিল’-এর চেতনা অনুসরণ করতে; অবিলম্বে নিজের ভুলগুলো সংশোধন করতে; তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সমর্থন না-করতে; পূর্ব চীন সাগর ও দক্ষিণ চীন সাগর ইস্যুতে বিশৃঙ্খলা সৃষ্টি না-করতে; এবং চীন-জাপান সম্পর্কের অবনতি ঘটাতে পারে, এমন কাজ থেকে বিরত থাকতে আহ্বান জানায়।

উল্লেখ্য, তাইওয়ানের কোস্ট গার্ডের টহলজাহাজ ‘টহল ৯’ এবং জাপান কোস্ট গার্ডের টহলজাহাজ ‘সাগামি’, জাপানের চিবা প্রিফেকচারের বোসো উপদ্বীপের দক্ষিণ প্রান্ত এবং ইজু ওশিমার কাছে জলে, একটি যৌথ মহড়ায় অংশ নেয়। ১৯৭২ সালে জাপান ও তাইওয়ানের মধ্যে তথাকথিত ‘কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার’ পর এটাই ছিল দু’পক্ষের প্রথম যৌথ সামুদ্রিক মহড়া।

Share this story on

Messenger Pinterest LinkedIn