বাংলা

চীন একটি একীভূত নগর ও গ্রাম গড়ে তুলবে: সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রেস কনফারেন্স

CMGPublished: 2024-07-19 17:09:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ১৯: চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র কেন্দ্রীয় কমিটির কৃষিকাজ বিষয়ক কর্মগ্রুপের মহাপরিচালক হান ওয়েন সিউ আজ (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে বলেছেন যে, উচ্চ-মানের বাজার ব্যবস্থা নির্মাণ জোরদার করা একটি বড় সংস্কার কাজ। চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে তিনটি দিক থেকে মূল সংস্কার পদক্ষেপগুলি স্পষ্ট করেছে। চীন একটি একীভূত নগর ও গ্রাম গড়ে তুলবে।

হান বলেন, প্রথম কাজ হলো, একটি ঐক্যবদ্ধ জাতীয় বাজার গড়ে তোলা; দ্বিতীয়টি হলো, বাজার-ভিত্তিক সংস্কার প্রচার করা এবং শ্রম, পুঁজি, জমি, জ্ঞান, প্রযুক্তি, ব্যবস্থাপনা ও ডেটার মতো কারণগুলির জন্য বাজার ব্যবস্থা ও নিয়ম উন্নত করা; তৃতীয়টি হলো, সম্পত্তির অধিকার রক্ষা, তথ্য প্রকাশ, বাজারে প্রবেশ, ক্রেডিট তত্ত্বাবধান এবং অন্যান্য ব্যবস্থার উন্নতি-সহ বাজার অর্থনীতির মৌলিক ব্যবস্থা উন্নত করা।

Share this story on

Messenger Pinterest LinkedIn