বাংলা

চীনের বড় বাজার বিশ্বের জন্য বড় সুযোগ করে দেবে

CMGPublished: 2024-07-19 15:09:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ১৯: চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটি আজ (শুক্রবার) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা ও গৃহীত প্রস্তাব ব্যাখ্যা করেছে। কেন্দ্রীয় আর্থিক ও অর্থনৈতিক কমিশনের কার্যালয়ের উপ-পরিচালক ও কেন্দ্রীয় গ্রামীণ কাজের লিডিং গ্রুপের অফিসের পরিচালক হান ওয়েনসিউ বলেন, চিন উচ্চমানের উন্মুক্তরণ বেগবান করবে। স্বল্পোন্নত দেশের প্রতি একতরফা উন্মুক্তকরণ ও স্বতন্ত্র উন্মুক্তকরণ সম্প্রসারণ করা হবে। সুশৃঙ্খলভাবে পণ্য বাজার, পরিষেবা বাজার, অর্থ বাজার ও শ্রমিক বাজারের উন্মুক্তরণ সম্প্রসারিত হবে। এ ছাড়া বিদেশীদের অন্তর্মুখী বসবাস, চিকিত্সা ও পেমেন্টের মতো জীবন সুবিধা ব্যবস্থা সুসম্পূর্ণ করবে, গুরুত্বপূর্ণ প্রতীকমূলক প্রকল্প ও ‘ছোট কিন্তু সুন্দর’ জীবিকা প্রকল্প, উচ্চমানের ‘এক অঞ্চল এক পথ উদ্যোগে’র আওতায় নির্মাণ শক্তিশালি করবে চীন, যাতে চীনের বড় বাজার বিশ্বের জন্য বড় সুযোগ কে দিতে পারে।।

Share this story on

Messenger Pinterest LinkedIn