বাংলা

চীন-রাশিয়া ‘জয়েন্ট মেরিটাইম-২০২৪' যৌথ মহড়া শেষ

CMGPublished: 2024-07-18 17:43:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ১৮: চীন-রাশিয়া ‘জয়েন্ট মেরিটাইম-২০২৪’ যৌথ মহড়া গতকাল (বুধবার) শেষ হয়েছে। এবার ‘সামুদ্রিক নিরাপত্তা হুমকির যৌথ মোকাবিলা’ প্রতিপাদ্যের আলোকে যৌথ মহড়ায় দু’পক্ষ ৭টি জাহাজ পাঠায়।

এই যৌথ মহড়া চীন ও রাশিয়ার নৌবাহিনীর মধ্যে পেশাদার বিনিময়, বোঝাপড়া ও পারস্পরিক বিশ্বাস শক্তিশালী করেছে। ২০১২ সাল থেকে, "জয়েন্ট মেরিটাইম" সিরিজের মহড়া দু’দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতার প্রধান প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এতে যৌথ সামুদ্রিক অভিযানের সর্বাত্মক উন্নতি হচ্ছে এবং হুমকি, চ্যালেঞ্জ ও নিরাপত্তার খাতে যৌথ মোকাবিলায় উভয় পক্ষের সক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn