বাংলা

চীনে বিভিন্ন স্থানে বন্যা হচ্ছে; প্রতিরোধ ও উদ্ধার চলছে

CMGPublished: 2024-07-17 21:18:50
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ১৭: চীনের পানি-সম্পদ মন্ত্রণালয়ের সোমবারের খবরে জানা গেছে, বর্তমানে দেশের ১০টি প্রদেশ ও অঞ্চলের নদীর পানি সতর্কতার সীমা অতিক্রম করে বন্যা শুরু হয়েছে। কঠোর পরিস্থিতি মোকাবিলায় একাধিক অঞ্চলে সব শক্তি দিয়ে বন্যা প্রতিরোধ ও উদ্ধার কাজ চলছে। জনগণের জীবন ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা গেছে, বন্যা প্রতিরোধ ও মোকাবিলার জন্য জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় একযোগে ১৮২.২ কোটি ইউয়ান বরাদ্দ করেছে। পাশাপাশি, ৮৩৬.১ লাখ ইউয়ানের বন্যা প্রতিরোধ সামগ্রী ও ৩ লাখ ৯৭ হাজার উদ্ধার ও ত্রাণ সামগ্রীও পাঠানো হয়েছে। দেশব্যাপী মোট ৭৯ হাজার উদ্ধারকারী সদস্য উদ্ধার ও ত্রাণ কাজ করছেন।

কৃষি উৎপাদন পুনরুদ্ধারের জন্য অর্থ মন্ত্রণালয় এবং কৃষি ও গ্রাম-বিষয়ক মন্ত্রণালয় একযোগে ৫৪.৬ কোটি ইউয়ান বরাদ্দ করেছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn