বাংলা

২০২৪ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির অনুমান বাড়িয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল

CMGPublished: 2024-07-17 18:03:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ১৭: গতকাল (মঙ্গলবার) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রকাশিত ‘বিশ্ব অর্থনীতি পূর্বাভাস রিপোর্টের’ আপডেট তথ্য অনুযায়ী, ২০২৪ সালে চীনা অর্থনীতির প্রবৃদ্ধি ৫ শতাংশ হবে বলে অনুমান করা হয়। যা এপ্রিল মাসের অনুমানের চেয়ে ০.৪ শতাংশ বেশি। এ ছাড়া রিপোর্টে বলা হয় যে, চলতি বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হার ৩.২ শতাংশ হতে পারে। ২০২৫ সালে বিশ্বে অর্থনীতির প্রবৃদ্ধি ৩.৩ শতাংশ হতে পারে।

রিপোর্টে বলা হয়, বিশ্বের অর্থনীতি চলতি বছরের প্রথমার্ধে আরো প্রাণবন্তর হয়েছে, বিশেষ করে বিজ্ঞান খাতে। তবে, উন্নত দেশের মধ্যে জাপান ও যুক্তরাষ্ট্র চলতি বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কিছুটা কমিয়েছে। যা দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের মন্দা এবং অভ্যন্তরীণ ভোগ হ্রাসের প্রতিফলন ঘটায়।

রিপোর্টে আরো বলা হয়, চলতি বছর বিশ্বের গড় মুদ্রাস্ফীতির হার ৫.৯ শতাংশ; ২০২৫ সালে তা হবে ৪.৪ শতাংশ।

Share this story on

Messenger Pinterest LinkedIn