বাংলা

চীনে ১৪৪ ঘন্টা ট্রানজিট ভিসা-মুক্ত নীতির আওতা বাড়লো

CMGPublished: 2024-07-15 15:04:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ১৫: চীনের ন্যাশনাল ইমিগ্রেশন অ্যাডমিনিস্ট্রেশন আজ (সোমবার) এক বিজ্ঞপ্তিতে জানায়, এখন থেকে চেংচৌ আন্তর্জাতিক বিমানবন্দর, লিচিয়াং সানই আন্তর্জাতিক বিমানবন্দর, ও মোহান রেলবন্দরেও ১৪৪ ঘন্টা ট্রানজিট ভিসা-মুক্ত নীতি প্রযোজ্য হবে। এ নিয়ে এখন পর্যন্ত এ ধরনের বন্দরের সংখ্যা দাঁড়ালো ৩৭টিতে।

এই ৩৭টি বন্দরের মধ্যে আছে: বেইজিং, থিয়ানচিন, হোপেই প্রদেশের শিচিয়াচুয়াং, ছিনহুয়াংতাও, লিয়াও নিং প্রদেশের শেনইয়াং, তালিয়ান, চিয়াংসু প্রদেশের নানচিং, লিয়ানইয়ুনগাং, চেচিয়াং প্রদেশের হাংচৌ, নিংপো, ওয়েনচৌ ও চৌশান, হ্যনান প্রদেশের চেচৌ, কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ, শেনচেন ও চিয়েইয়াং, শানতোং প্রদেশের ছিংতাও, ছোংছিং, সিছুয়ান প্রদেশের ছেংতু, শায়ানসি প্রদেশের সিআন, ফুচিয়ান প্রদেশের সিয়ামেন, হুপেই প্রদেশের উহান, এবং ইয়ুননান প্রদেশের খুনমিং, লিচিয়াং ও শিশুয়াংবাননা।

সংশ্লিষ্ট নীতি অনুসারে, যুক্তরাষ্ট্র, কানাডা ও ব্রিটেনসহ ৫৪টি দেশের নাগরিকরা, এসব বন্দর দিয়ে তৃতীয় কোনো দেশে যাওয়ার সময়, নির্ধারিত শর্তসাপেক্ষে, ভিসা ছাড়াই ১৪৪ ঘন্টা চীনে অবস্থান করতে পারবেন। উক্ত সময়ে তাঁরা চীনে পর্যটন, ব্যবসা, সফর ও আত্মীয়স্বজনকে দেখতে যাওয়ার মতো স্বল্পমেয়াদী কাজও করতে পারবেন।

Share this story on

Messenger Pinterest LinkedIn