বাংলা

কোরীয় উপদ্বীপে উত্তেজনা এড়াতে চীনের আহ্বান

CMGPublished: 2024-06-13 19:13:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ১৩: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপ-প্রতিনিধি কেং শুয়াং গতকাল (বুধবার) নিরাপত্তা পরিষদে, উত্তর কোরিয়ায় মানবাধিকারসম্পর্কিত এক সভায় বলেন, সংশ্লিষ্ট সকল পক্ষের উচিত এমন সবধরনের আচরণ থেকে বিরত থাকা, যা কোরীয় উপদ্বীপের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে।

কেং শুয়াং বলেন, বর্তমানে কোরীয় উপদ্বীপের পরিস্থিতি জটিল ও সংবেদনশীল। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দ্বন্দ্ব তীব্রতর হয়েছে, যা আন্তর্জাতিক সমাজে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। এ প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদের উচিত, উত্তেজনা প্রশমনে পারস্পরিক আস্থা বাড়াতে উদ্যোগ নেওয়া এবং সংলাপকে এগিয়ে নিতে গঠনমূলক ভূমিকা রাখা।

তিনি আরও বলেন, যদি যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট দেশগুলো সত্যিকারভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় এবং উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতির উন্নতি ও সেখানকার মানুষের কল্যাণ চায়, তাহলে তাদেরকে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থেকে, সংলাপের পথে ফিরে আসতে হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn