বাংলা

আঙ্কটাড-এর ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

CMGPublished: 2024-06-13 16:50:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ১৩: জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (আঙ্কটাড)-এর ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে, গতকাল (বুধবার) সুইজারল্যান্ডের জেনিভায়, একটি আন্তর্জাতিক ফোরামের আয়োজন করা হয়। ফোরামের মূল আলোচ্যবিষয়: পরিবর্তনশীল বিশ্বে নতুন উন্নয়নের পথ নির্ধারণ করা। ফোরাম চলবে ১৪ জুন পর্যন্ত।

ফোরামে বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিরা, আন্তর্জাতিক সংস্থাগুলোর দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ, এবং অর্থনৈতিক মহলের বিশেষজ্ঞরা, ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ, শিল্পব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। বিশ্বব্যাপী বাণিজ্য ও উন্নয়নের পথে বিদ্যমান নতুন চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়েো তাদের আলোচনা করবার কথা।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিস, আঙ্কটাডের মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান, কমোরোসের প্রেসিডেন্ট আজালি আসুমানি, মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রাই নিরিনা রাজোলিনা, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে আলেকজান্ডার গুসমাও এবং সুইস ফেডারেল কাউন্সিলর ও অর্থমন্ত্রী গাই পারমেলিন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share this story on

Messenger Pinterest LinkedIn