বাংলা

নিউজিল্যান্ডের গভর্নর জেনারেলের সঙ্গে লি ছিয়াংয়ের বৈঠক

CMGPublished: 2024-06-13 16:36:43
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ১৩: নিউজিল্যান্ড সফররত চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং, আজ (বৃহস্পতিবার) ওয়েলিংটনে, সেদেশের গভর্নর জেনারেল সিন্ডি কিরোর সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে লি ছিয়াং গভর্নর কিরোকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, দু’দেশের উন্নয়নের ধারণা ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে অবস্থানের মধ্যে মিল আছে। বহু বছর ধরে দু’দেশ একে অপরের উন্নয়ন থেকে উপকৃত হয়ে আসছে। দু’দেশের উচিত সর্বদা একে অপরের অভিন্ন উন্নয়ন-অংশীদার হিসেবে থাকা।

লি আরও বলেন, তাঁর দেশ নিউজিল্যান্ডের সাথে সহযোগিতা আরও জোরদার করতে ইচ্ছুক। বেইজিং দু’দেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, ও ব্যক্তি পর্যায়ের যোগাযোগ জোরদার করতে চায়। আর এর লক্ষ্য, দুই দেশ তথা বিশ্বের মানুষের জন্য কল্যাণ সৃষ্টি করা।

জবাবে সিন্ডি কিরো বলেন, তাঁর দেশ চীনের সাথে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে ইচ্ছুক। দু’দেশের জনগণের মধ্যে মৈত্রীর সম্পর্ক ঘনিষ্ঠতর করতে এবং যৌথভাবে জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু মোকাবিলা করতে চীনের সাথে কাজ করে যেতে ইচ্ছুক নিউজিল্যান্ড।

Share this story on

Messenger Pinterest LinkedIn