বাংলা

তাইওয়ানে অস্ত্র বিক্রির পরিকল্পনা বাতিল করতে যুক্তরাষ্ট্রকে তাগিদ দেয় চীন

CMGPublished: 2024-06-07 21:15:44
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ৭: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াও কাং জানান, তাইওয়ানে অস্ত্র বিক্রি করার পরিকল্পনা বাতিল করার জন্য যুক্তরাষ্ট্রকে তাগিদ দেয় চীন।

চীনের তাইওয়ান অঞ্চলে মার্কিন অস্ত্র বিক্রি করা গুরুতরভাবে একচীন নীতি ও চীন-মার্কিন তিনটি যৌথ ইশতাহার লঙ্ঘন, গুরুতরভাবে চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থে আঘাত এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার জন্য দারুণ ক্ষতিকর। এতে তীব্র অসন্তুষ্টি ও দৃঢ় বিরোধিতা জানায় চীন।

তিনি বলেন, তাইওয়ান ইস্যুটি চীন-মার্কিন সম্পর্কের অনতিক্রম্য সীমারেখা। যুক্তরাষ্টের উচিত একচীন নীতি ও চীন-মার্কিন তিনটি যৌথ ইশতাহার মেনে চলা এবং তাইওয়ানে অস্ত্র বিক্রির পরিকল্পনা দ্রুত বাতিল করা।

তিনি জানান, চীনের গণ-মুক্তিফৌজ অব্যাহতভাবে যুদ্ধ-প্রস্তুতি নেবে ও প্রশিক্ষণ গ্রহণ করবে। তারা দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn