বাংলা

গাজায় শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন

CMGPublished: 2024-06-07 17:28:29
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ৭: সম্প্রতি ফিলিস্তিন বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্য করেছেন, চীন সে বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছে এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় কাজ করার সদিচ্ছা প্রকাশ করেছে।

আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং চীনের এ অবস্থান ব্যাখ্যা করেছেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে চীনা মুখপাত্র বলেন, দীর্ঘসময় ধরে, যুক্তরাষ্ট্র মানবাধিকারের অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারের হস্তক্ষেপ করেছে। তারা ফিলিস্তিনি জনগণের দাবি উপেক্ষা করেছে, পরিস্থিতি আরো অবনতি হতে দিয়েছে। যা যুক্তরাষ্ট্রের বরাবরের দ্বৈত মানদণ্ডের বহিঃপ্রকাশ। ‘মার্কিন ধাঁচের মানবাধিকার’ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ এবং নিজের স্বার্থ রক্ষার যন্ত্রে পরিণত হয়েছে।

মুখপাত্র মাও নিং বলেন, ফিলিস্তিনকে জাতিসংঘের আনুষ্ঠানিক সদস্য দেশ হিসেবে চীন সমর্থন করে। চীন আশা করে, ফিলিস্তিন সমস্যার দ্রুত সার্বিক ও স্থায়ীভাবে সমাধান হবে। চীন বাংলাদেশসহ বিভিন্ন পক্ষের সঙ্গে, অব্যাহতভাবে গাজায় যুদ্ধবিরতি, মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা অর্জনে চেষ্টা করতে চায়। যাতে যৌথভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা যায়।

Share this story on

Messenger Pinterest LinkedIn