বাংলা

আন্তর্জাতিক অপরাধ দমনে সহযোগিতার বিষয়ে পঞ্চম চীন-মালয়েশিয়া যৌথ কর্মদলের বৈঠক অনুষ্ঠিত

CMGPublished: 2024-06-07 16:14:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ৭: আন্তর্জাতিক অপরাধ দমনে সহযোগিতার বিষয়ে পঞ্চম চীন-মালয়েশিয়া যৌথ কর্মদলের বৈঠক গতকাল(বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে।

চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর এবং জননিরাপত্তা মন্ত্রী ওয়াং সিয়াও হোং এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন ইসমাইল যৌথভাবে এ বৈঠকে সভাপতিত্ব করেন।

ওয়াং সিয়াও হোং বলেন, চীন ও মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দু’দেশ সর্বদা পারস্পরিক শ্রদ্ধা ও সমমর্যাদাপূর্ণ আচরণ মেনে চলেছে এবং দুই দেশের মৌলিক ও দীর্ঘমেয়াদী স্বার্থের ভিত্তিতে দৃঢ়ভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। তিনি বলেন,গত বছর প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম চীন-মালয়েশিয়া অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেন।

তিনি আরও বলেন, চীন দুই দেশের নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় মালয়েশিয়ার সঙ্গে কাজ করতে ইচ্ছুক এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীকে উচ্চ পর্যায়ে আদান-প্রদান জোরদার করার, বাস্তব সহযোগিতাকে আরও গভীর করার সুযোগ হিসেবে গ্রহণ করছে।

মালয়েশিয়ার পক্ষে সাইফুদ্দিন চীনের সাথে আইন প্রয়োগ ও নিরাপত্তা সহযোগিতা গভীর করা, আইন অনুযায়ী বিভিন্ন আন্তর্জাতিক অপরাধ কঠোরভাবে দমন করা এবং দুই দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে কার্যকরভাবে রক্ষা করার ইচ্ছা প্রকাশ করেন।

Share this story on

Messenger Pinterest LinkedIn