বাংলা

বৈদ্যুতিক যানবাহনের বিরুদ্ধে বাইডেনের ভিত্তিহীন অভিযোগের প্রতিক্রিয়া জানায় চীন

CMGPublished: 2024-06-06 18:40:50
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ৬: ‘চীন সরকার বৈদ্যুতিক যানবাহনের জন্য ব্যাপক ভর্তুকি দেয়।’ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমন মন্তব্য করায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া জানিয়েছে।

আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, বৈদ্যুতিক গাড়িসহ চীনের নতুন জ্বালানির পণ্য আন্তর্জাতিক বাজারে ব্যাপক জনপ্রিয়তা পায়। যা টেকসই প্রযুক্তি উদ্ভাবন, সম্পূর্ণ শিল্প ও সরবরাহ চেইন, পুরোপুরি প্রতিদ্বন্দ্বিতামূলক বাজার ব্যবস্থা ও বাজারের নিয়মের ফলাফল। এসব প্রতিষ্ঠানগুলোর চেষ্টার ফলাফল, সরকারের ভর্তুকির কারণ নয়। গত বছর যুক্তরাষ্ট্রে চীন শুধুমাত্র ১৩ হাজার বৈদ্যুতিক গাড়ি রপ্তানি করেছে, তাহলে প্রেসিডেন্ট বাইডেনের মুখে ‘বিপুল পরিমাণে চীনের রপ্তানি’ কথা একেবারেই ভিত্তিহীন বোঝা যায়।

শিল্পের ভর্তুকি নীতি যুক্তরাষ্ট্র ও ইউরোপে জন্ম নেয়। বিশ্বের বিভিন্ন দেশ ব্যাপকভাবে এ নীতি প্রয়োগ করে। চীনের শিল্প ভর্তুকি নীতি কঠোরভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে চলে, সবসময় ন্যায়সঙ্গত, স্বচ্ছ নীতি অনুসরণ করে, বিশ্ব বাণিজ্য সংস্থার নীতির বাইরে কোনো নিষিদ্ধ ধরনের ভর্তুকি চীনে নেই। বরং যুক্তরাষ্ট্র হল শিল্প খাতে ভর্তুকি দেওয়ার বড় দেশ। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি যথাক্রমে ‘চিপস ও বিজ্ঞান আইন প্রস্তাব’, ‘মুদ্রাস্ফীতি কমানোর আইন’ জারি করেছে। কোটি কোটি মার্কিন ডলার ভর্তুকি দিয়ে আন্তর্জাতিক বাজারে হস্তক্ষেপ করেছে।

যুক্তরাষ্ট্র চীনের বৈদ্যুতিক যানবাহনের বিরুদ্ধে যে বৈষম্যমূলক ব্যবস্থা নিয়েছে, তা বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের লঙ্ঘন, বিশ্বের শিল্প ও সরবরাহ চেইনের নষ্ট করেছে এবং অবশেষে যুক্তরাষ্ট্র নিজেও এতে ক্ষতিগ্রস্ত হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn