বাংলা

সমাজতন্ত্রের ‘বাজার অর্থনৈতিক ব্যবস্থা স্থাপন’ নিয়ে সিপিসি’র বিশেষ সম্মেলন শেষ

CMGPublished: 2024-06-06 18:39:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ৬: চীনের কমিউনিস্ট পার্টির জাতীয় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চতুর্দশ কমিশনের স্থায়ী কমিটির সপ্তম অধিবেশন আজ (বৃহস্পতিবার) সকালে বেইজিংয়ে শেষ হয়েছে। ‘উচ্চ মানের সমাজতন্ত্রের বাজার অর্থনৈতিক ব্যবস্থা স্থাপন’ হল এবারের অধিবেশনের প্রধান আলোচ্যবিষয়।

সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য, জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ওয়াং হু নিং সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন এবং ভাষণ দিয়েছেন।

ওয়াং হু নিং বলেন, সিপিসি’র অষ্টাদশ কংগ্রেসের পর থেকে সি চিন পিং কেন্দ্রিক সিপিসি’র কেন্দ্রীয় কমিটি সমাজতন্ত্রের বাজার অর্থনৈতিক ব্যবস্থার সংস্কারে অনেক গুরুত্ব দেয়। সমাজতন্ত্রের বাজার অর্থনৈতিক ব্যবস্থার সার্বিক সংস্কার সম্প্রসারণ কাজকে প্রধান স্থানে রাখা হয়, এজন্য ধারাবাহিক ব্যবস্থা ও কর্তব্য বিন্যাস করা হয়েছে, দেশের বহুমুখী শক্তির ঐতিহাসিক উন্নতি বাস্তবায়িত হয়েছে।

জাতীয় গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের উচিত চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের ওপর নজর রাখা, বাজার অর্থনীতির মৌলিক ব্যবস্থা সুসংহত করা, উচ্চ মানদণ্ডের বাজার ব্যবস্থা নির্মাণ করা, সামষ্টিক অর্থনৈতিক পরিচালনা ব্যবস্থা সম্পূর্ণ করা, উন্মুক্ত ধরনের অর্থনৈতিক ব্যবস্থা স্থাপন করা এবং সক্রিয়ভাবে উচ্চ মানের সমাজতন্ত্রের বাজার অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলায় অবদান রাখা।

Share this story on

Messenger Pinterest LinkedIn