শান্তিপূর্ণ, নিরাপদ ও সহযোগিতামূলক উপকারী সামুদ্রিক শৃঙ্খলা গঠনের আহ্বান জানায় চীন
জুন ৬: গতকাল (বুধবার) সপ্তম কন্টিনেন্টাল শেল্ফ এবং আন্তর্জাতিক সমুদ্রবেষ্টিত অঞ্চলগুলির প্রতিষ্ঠানগুলোর বৈজ্ঞানিক এবং আইনগত দিকের উপর আন্তর্জাতিক সেমিনার চীনের শানতোং প্রদেশের ছিংতাও শহরে আয়োজন করা হয়েছে। বিভিন্ন পক্ষের সঙ্গে যৌথভাবে শান্তিপূর্ণ, নিরাপদ ও সহযোগিতামূলক উপকারী সামুদ্রিক শৃঙ্খলা গঠন করার আহ্বান জানিয়েছে চীন।
চলতি বছর জাতিসংঘের সমুদ্র আইন চুক্তি কার্যকরের ৩০তম বার্ষিকী। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী মিয়াও ত্য ইয়ু ভিডিও বার্তায় জানান যে, বর্তমানে বিশ্বে অতুলনীয় পরিবর্তন ঘটছে এবং আন্তর্জাতিক সামুদ্রিক শৃঙ্খলার সমন্বয় করা হচ্ছে। বিভিন্ন পক্ষের উচিত আন্তর্জাতিক সমুদ্র আইনের যথার্থতা নিশ্চিত করা, বিভিন্ন নিয়ম অনুসারে চুক্তি মেনে চলা, ন্যায্য, শান্তিপূর্ণ ও নিরাপদ সামুদ্রিক শৃঙ্খলা সংরক্ষণ করা, যে কোনো দ্বৈত মানদণ্ড ও সামরিক শক্তি প্রয়োগে ইচ্ছাকৃতভাবে ‘সমুদ্রে চলাফেরার’ বিরোধিতা করা জরুরি। কিছু কিছু দেশের আন্তর্জাতিক শৃঙ্খলার অজুহাতকে অপব্যবহার করার বিষয়ে সতর্ক থাকতে হবে।
চীনা প্রতিনিধি আরো জানান যে, বিভিন্ন পক্ষের সঙ্গে আন্তর্জাতিক সমুদ্র চুক্তি মেনে চলবে চীন, বহুপক্ষবাদের চেতনার কাঠামোতে তিনটি প্রতিষ্ঠানের দায়িত্ব পালনে সমর্থন দেওয়া হবে এবং সামুদ্রিক অংশীদারি সম্পর্কের সহযোগিতা উন্নীত করে শান্তিপূর্ণ, নিরাপদ, সহযোগিতামূলক ও কল্যাণকর সামুদ্রিক শৃঙ্খলা গঠন করবে।