বাংলা

তৃতীয় ওয়ানশৌ আন্তর্জাতিক নিরাপত্তা সেমিনার উদ্বোধন

CMGPublished: 2024-06-06 11:12:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ৬: চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর পিস অ্যান্ড ডিসআরমামেন্ট বা শান্তি ও নিরস্ত্রীকরণে চীনা গণ সংগঠন (সিপিএপিডি) আয়োজিত তৃতীয় ওয়ানশৌ আন্তর্জাতিক নিরাপত্তা সেমিনার গতকাল (বুধবার) বেইজিংয়ে উদ্বোধন করা হয়। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগ (আইডিসিপিসি)’র মন্ত্রী লিউ চিয়ানছাও এতে অংশ নেন এবং মূল ভাষণ দেন। ২০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার ৬০জনের বেশি আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ সেমিনারে অংশ নেন।

সেমিনারে লিউ চিয়ানছাও বলেন, প্রেসিডেন্ট সি চিনপিং চীন ও বিশ্বের অভিন্ন স্বার্থ এবং সকল মানবজাতির অভিন্ন কল্যাণের চিন্তা থেকে বিশ্ব নিরাপত্তা উদ্যোগ উত্থাপন করেন। লিউ বলেন, ‘আমাদের উচিত অভিন্ন নিরাপত্তা ধারণা স্থাপন করে, উন্মুক্ত ও ক্ষমাসূচক মৌলিক নীতি পোষণ করে, ঐক্য ও সমন্বয় জোরদার করে, সংলাপ ও পরামর্শের পথে অবিচল থেকে, বিশ্ব শান্তির জন্য আরো নিশ্চয়তা ও স্থিতিশীলতা যোগানো।’

চীন বিশ্বের সকল শান্তিকামী ও উন্নয়নমুখী দেশ ও জনগণের সঙ্গে স্থায়ী শান্তি ও সাধারণ নিরাপদ সুন্দর ভবিষ্যত প্রতিষ্ঠা করবে বলেও উল্লেখ করেন লিউ।

Share this story on

Messenger Pinterest LinkedIn