বাংলা

সাগর আন্তর্জাতিক রাজনীতির লড়াইয়ের মাঠ হওয়া উচিত নয়: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

CMGPublished: 2024-06-05 21:39:51
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ৫: এ বছর হচ্ছে ‘জাতিসংঘের সামুদ্রিক আইন কনভেনশন’ কার্যকরের ৩০তম বার্ষিকী। আজ (বুধবার) চীনের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী মিয়াও তে ইউ এক ফোরামে দেওয়া ভিডিও ভাষণে জানান, বর্তমানে আন্তর্জাতিক সাগর বিষয়ক শৃঙ্খলা পরিবর্তন হচ্ছে। কিছু দেশ নিজের স্বার্থ বিবেচনা করে ‘জাতিসংঘের সামুদ্রিক আইন কনভেনশন’ অপব্যবহার করে একতরফা আচরণ করছে এবং সাগরে আধিপত্য প্রতিষ্ঠা করতে চাচ্ছে। সমুদ্রাঞ্চল আন্তর্জাতিক রাজনীতির লড়াইয়ের মাঠ হওয়া উচিত নয়।

তিনি জানান, ‘জাতিসংঘের সামুদ্রিক আইন কনভেনশন’ গোটা মানবজাতির অভিন্ন স্বার্থ বিবেচনা করে বিভিন্ন চাহিদা পূরণ করার জন্য সৃষ্টি হয়েছে। বিভিন্ন দেশ সমান আলোচনা ও সহযোগিতার ভিত্তিতে ‘জাতিসংঘের সামুদ্রিক আইন কনভেনশন’ সৃষ্টি করেছে।

তিনি জানান, আমাদের উচিত বিভিন্ন দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নে সম্মান করা, সংলাপ ও আলোচনাকে গুরুত্ব দেওয়া, ন্যায্যতায় অবিচল থাকা এবং ‘জাতিসংঘের সামুদ্রিক আইন কনভেনশনের’ বহুপক্ষপাদের চেতনা ধারণ ও প্রচার করা।

তিনি জোর দিয়ে বলেন, বিভিন্ন পক্ষের সঙ্গে ‘জাতিসংঘের সামুদ্রিক আইন কনভেনশনের’ নীতি মেনে চলে, বহুপক্ষপাদের চেতনা ধারণ করে, শান্তিপূর্ণ, সহযোগিতমূলক ও উভয়ের জয়ের সামুদ্রিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চায় চীন।

Share this story on

Messenger Pinterest LinkedIn