বাংলা

ফ্রাঙ্কফুর্ট চায়না ফেস্টিভ্যাল উদ্বোধন

CMGPublished: 2024-05-26 16:09:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মে ২৬: প্রথম ফ্রাঙ্কফুর্ট ইন্টারন্যাশনাল ড্রাগনবোট ফ্রেন্ডশিপ প্রতিযোগিতা এবং ২০২৪ সালের ফ্রাঙ্কফুর্ট চায়না ফেস্টিভ্যাল গতকাল (শনিবার) উদ্বোধন হয়েছে। চীন, জার্মানি ও ইতালিসহ বিভিন্ন দেশের ড্রাগনবোট এতে প্রতিযোগিতা করে এবং বর্ণিল চীনা সাংস্কৃতিক পরিবেশনা ব্যাপক দর্শক আকৃষ্ট করেছে।

জার্মানিতে চীনের রাষ্ট্রদূত উ খেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় বলেন, ২২টি দল এ ড্রাগন বোট রেসে অংশ নিয়েছে। পাঁচ শ’জনেরও বেশি লোক মেইন নদীর তীরে জড়ো হন। এবারের প্রতিযোগিতা বিভিন্ন সভ্যতার মধ্যে বিনিময় এবং পারস্পরিক শিক্ষার জন্য মূল্যবান সুযোগ করে দেয়। এই বছর চীনের কুয়াং চৌ শহর এবং জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের বন্ধুত্বপূর্ণ শহর সম্পর্ক প্রতিষ্ঠার ৩৬তম বার্ষিকী পালিত হয়। তাই কুয়াংচৌয়ের একটি ড্রাগনবোট দল হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে মেইন নদীর তীরে পৌঁছেছে। এবারের ড্রাগনবোট রেস সংস্কৃতি ও খেলাধুলার সমন্বয়ের মাধ্যমে চীন ও জার্মানির মধ্যে স্থানীয় আদান-প্রদান এবং সাংস্কৃতিক বিনিময়ে নতুন প্রেরণা যোগাবে বলে আশা করা হচ্ছে।

ফ্রাঙ্কফুর্টের মেয়র জোসেফ বলেন, জার্মানি ও চীনের মধ্যে অর্থনৈতিক আদান-প্রদান, জনগণের মধ্যে সম্পর্ক এবং সাংস্কৃতিক বিনিময়কে শক্তিশালী করা জার্মানি ও চীন উভয়ের জন্যই উপকারী। ফ্রাঙ্কফুর্ট এবং কুয়াংচৌ পৌর পর্যায়ে সাধারণ লক্ষ্যগুলো বিনিময় করে, যেমন টেকসই উন্নয়ন এবং উচ্চমানের শহুরে জীবনের বিষয় প্রভৃতি। এসব লক্ষ্য অর্জন করতে উভয়পক্ষকে একসাথে কাজ করতে হবে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়াতে হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn