বাস্তবতার ভিত্তিতে ইউক্রেনের সঙ্গে আলোচনা করবে রাশিয়া: পুতিন
মে ২৫: রাশিয়া বর্তমান বাস্তবতার ভিত্তিতে ইউক্রেনের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল (শুক্রবার) বেলারুশের মিনস্কে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পুতিন বলেন, রাশিয়া কখনও আলোচনার প্রক্রিয়া ছেড়ে দেয়নি, ইউক্রেনই আলোচনা দরোজা বন্ধ করেছে। যদি ইউক্রেন আবার আলোচনা করতে চায়, তাহলে বেলারুশ ও তুরস্কে আলোচনার ফলাফল ও বর্তমান বাস্তবতার উপর ভিত্তি করে তা হতে হবে।
পুতিন মনে করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির আর বৈধতা নেই। তাই রাশিয়া ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করলে ‘বৈধ ইউক্রেনীয় কর্তৃপক্ষে’র সঙ্গেই করবে।