বাংলা

প্রথম ছবি পাঠালো বেইজিং-৩সি স্যাটেলাইট

CMGPublished: 2024-05-23 17:58:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মে ২৩, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিং-৩সি স্যাটেলাইটগুচ্ছটি মঙ্গলবার প্রথম চিত্র ধারণ করেছে। চায়না স্পেস নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

ছবিটি বেইজিংয়ের একটি স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন রিসিভ করেছে। ছবিতে পরিষ্কার টেক্সচার, প্রাণবন্ত রঙ এবং একটি সামগ্রিক মানসম্পন্ন ছবিতে নদীর পাশের কিছু ভবন দেখা গেছে।

সোমবার সকালে একটি লং মার্চ-২ডি ক্যারিয়ার রকেটে করে একটি পূর্বনির্ধারিত কক্ষপথে বেইজিং-৩সি স্যাটেলাইটগুচ্ছ পাঠায় চীন। প্রাথমিকভাবে এর কাজ হবে রিমোট সেন্সিং স্যাটেলাইট ডেটা সরবরাহ করা।

চারটি স্যাটেলাইট পর্যায়ক্রমিক অ্যারে নেটওয়ার্কের মতো কাজ করবে। ভূমি সম্পদ ব্যবস্থাপনা, কৃষি সম্পদ জরিপ, পরিবেশ পর্যবেক্ষণ এবং নগর পর্যবেক্ষণে সহায়তা করবে এগুলো।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিজিটিএন

Share this story on

Messenger Pinterest LinkedIn