বাংলা

গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নে জর্ডান ও ওমানের নেতাদের আহ্বান

CMGPublished: 2024-05-23 16:30:02
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মে ২৩: গতকাল (বুধবার) আম্মান সফররত ওমানের সুলতান হাইতাম বিন তারিক আল সাঈদ এবং জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বৈঠক করেছেন। তাঁরা গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন।

জর্ডানের রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়, এদিন দ্বিপাক্ষিক সম্পর্ক, আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু, বিশেষ করে গাজার বিপজ্জনক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন তাঁরা। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন করা, বেসামরিক নাগরিকদের রক্ষা করা এবং গাজায় অবাধে মানবিক ত্রাণসামগ্রী সরবরাহ করায় গুরুত্বারোপ করেন দু’নেতা।

গাজায় মানবিক অবস্থা দিন দিন গুরুতর হওয়ায় জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সমাজকে আহ্বান জানিয়েছেন তাঁরা। গাজার দক্ষিণাঞ্চলের রাফায় ইসরায়েলি সামরিক অভিযানে আঞ্চলিক সংঘর্ষ আরো অবনতি হওয়ায় সতর্কতা করেছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। তিনি জোর দিয়ে বলেন যে, ‘দুই রাষ্ট্র’ প্রস্তাবের ভিত্তিতে ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘর্ষ অবসানের রাজনৈতিক পদ্ধতি খুঁজে বের করতে হবে এবং ফিলিস্তিনিদের সম্পূর্ণ ও বৈধ অধিকারে সমর্থন দিতে হবে, ১৯৬৭ সালে নির্ধারিত সীমান্ত এলাকার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বাধীন রাষ্ট্র গঠন করবে ফিলিস্তিন।

Share this story on

Messenger Pinterest LinkedIn