বাংলা

ফিলিস্তিনকে ইউরোপের ৩টি দেশ স্বীকৃতি দেওয়ায় মার্কিন সরকারের প্রতিবাদ

CMGPublished: 2024-05-23 16:28:54
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মে ২৩: গতকাল (বুধবার) ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। এ উপলক্ষ্যে মার্কিন সরকার দৃঢ় প্রতিবাদ জানিয়েছে।

সিএনএন মার্কিন জাতীয় নিরাপত্তা কমিটির জনৈক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, প্রেসিডেন্ট বাইডেন ‘দুই রাষ্ট্র’ প্রস্তাবে সমর্থন দেন। ফিলিস্তিনের স্বাধীন দেশের যোগ্যতা ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার পর পাওয়া সম্ভব, অন্য দেশের একতরফা স্বীকৃতির মাধ্যমে নয়।

এদিন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেন। তিনটি দেশের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট ভবন। কর্তৃপক্ষ ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের যোগ্যতা ও ফিলিস্তিনিদের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকারকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn