বাংলা

ইস্টার্ন থিয়েটার কমান্ড তাইওয়ান দ্বীপের কাছে "জয়েন্ট সোর্ড-২০২৪ এ" মহড়া চালাবে

CMGPublished: 2024-05-23 15:46:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মে ২৩: ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র নেভাল কর্নেল লি সি বলেছেন, ২৩ ও ২৪ মে, চীনা পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড থিয়েটারের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, রকেট-বাহিনী ও অন্য সেনারা তাইওয়ানের চারপাশে "জয়েন্ট সোর্ড-২০২৪ এ" মহড়া চালাবে। যৌথভাবে নৌ ও বিমানে যুদ্ধ প্রস্তুতির টহল, ব্যাপক যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণের যৌথ দক্ষতা এবং মূল লক্ষ্যে যৌথভাবে নির্ভুলভাবে আক্রমণের অনুশীলন করা হবে। এটি "তাইওয়ানের স্বাধীনতার" দাবিতে বিচ্ছিন্নতাবাদী শক্তির জন্য একটি কঠোর বার্তা এবং "স্বাধীনতা" চাওয়া এবং বহিরাগত শক্তির হস্তক্ষেপ ও উস্কানির বিরুদ্ধে একটি গুরুতর সতর্কতা।

Share this story on

Messenger Pinterest LinkedIn