বাংলা

ফিলিপাইনের জাহাজের অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করছে চীনা কোস্টগার্ড

CMGPublished: 2024-05-16 17:16:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মে ১৬: ফিলিপাইনের বেশ কয়েকটি জাহাজ আজ (বৃহস্পতিবার) অবৈধভাবে হুয়াংইয়ান দ্বীপের কাছাকাছি জলসীমায় জড়ো হয়ে স্বাভাবিক মাছ ধরা কার্যক্রমের সাথে সম্পর্কহীন কার্যকলাপ চালায়। চীনের কোস্ট গার্ড ঘটনাস্থলে নজরদারি এবং প্রমাণ সংগ্রহ কাজ জোরদার করেছে। ফিলিপাইনের জাহাজগুলো একে অপরের ছবি তোলে, ‘এটি আমাদেরৱ’ এমন পতাকা প্রদর্শন করে এবং তথাকথিত ‘সার্বভৌমত্ব ঘোষণ’র কার্যকলাপ চালায়।

ফিলিপাইনের বেসরকারী সংস্থার জাহাজগুলো অবৈধভাবে চীনের হুয়াং ইয়ান দ্বীপের পূর্ব দিকের ৬০ নটিক্যাল মাইল স্থানে ছবি এবং ভিডিও তোলার জন্য জড়ো হয়। তাদের সাথে ফিলিপাইনের সরকারি জাহাজগুলো ‘দেহরক্ষী’ হিসেবে কাজ করছিল। ফিলিপাইনের জাহাজ, ছবি এবং ভিডিও কার্যক্রমের জন্য অনেক মিডিয়া কর্মীকে বহন করে। চীনকে দেখানোর জন্য ফিলিপাইন মাছ ধরার জাহাজকে সামগ্রী সরবরাহ করে, মাছ ধরার জন্য জাল নামায়, পতাকা এবং অন্যান্য পদ্ধতি প্রয়োগ করে।

চীনা কোস্টগার্ড আইন অনুযায়ী ফিলিপাইনের জাহাজের অবৈধ সমাবেশস্থলের নিয়ন্ত্রণ নেয়।

Share this story on

Messenger Pinterest LinkedIn