বাংলা

পঞ্চম চীন-পাক পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের কৌশলগত সংলাপ অনুষ্ঠিত

CMGPublished: 2024-05-16 11:18:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মে ১৬: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (বুধবার) বেইজিংয়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে পঞ্চম চীন-পাক পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের কৌশলগত সংলাপ আয়োজন করেন।

সংলাপে ওয়াং ই বলেন, চীন ও পাকিস্তান সার্বক্ষণিক কৌশলগত সহযোগী অংশীদার। দীর্ঘদিন ধরে পাকিস্তান একচীন নীতিতে অবিচল রয়েছে, চীনের কেন্দ্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি চীনকে মূল্যবান সমর্থন দিয়েছে। চীনও সবসময় দৃঢ়ভাবে পাকিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগলিক অখণ্ডতা রক্ষা করা, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আরো বেশি ভূমিকা পালনে সমর্থন দিচ্ছে। তিনি বিশ্বাস করেন, নতুন সরকারের নেতৃত্বে পাকিস্তান রাজনৈতিক ঐক্য, সামাজিক স্থিতিশীলতা, নিরাপত্তা রক্ষা ও ধারাবাহিক উন্নয়নের নতুন পর্যায় শুরু করবে।

তিনি আরো বলেন, পাকিস্তানের সঙ্গে চীনের সহযোগিতা গভীরতর করার সিদ্ধান্ত দৃঢ় থাকবে বেইজিং। চীন আশা করে, দেশটি পাকিস্তানে চীনা কর্মী, প্রকল্প ও সংস্থার নিরাপত্তা নিশ্চিত করবে এবং চীনা প্রতিষ্ঠান ও কর্মীদের দুশ্চিন্তা দূর করবে।

জনাব দার বলেন, চীনের সঙ্গে সম্পর্ক পাকিস্তানের বৈদেশিক নীতির ভিত্তি। পাকিস্তান চীনের কেন্দ্রীয় স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে বিনা দ্বিধায় সমর্থন জানায় এবং বিভিন্ন ক্ষেত্রে পাক-চীন বাস্তব সহযোগিতা ক্রমাগত গভীর করতে চায়।

Share this story on

Messenger Pinterest LinkedIn