বাংলা

ভারতীয় বৌদ্ধ প্রতিনিধিদলের সিশুয়াংপাননা পরিদর্শন

CMGPublished: 2024-04-27 17:56:42
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ২৭: গতকাল (শুক্রবার) ভারতীয় বৌদ্ধ প্রতিনিধিদল দ্রুতগতির ট্রেনে চড়ে চীনের খুনমিং থেকে সিশুয়াংপাননা গমন করেন।

সিশুয়াংপাননাতে ইয়ুননান বৌদ্ধ কলেজের সিশুয়াংপাননা শাখার শিক্ষক এবং চিংহুং শহরের মানলুংখুয়াং মন্দিরের প্রিজাইডিং অফিসার ভিক্ষু ‘তুওয়েইসিয়াং’ বৌদ্ধ মন্দিরের ইতিহাস, সংস্কৃতি এবং আন্তর্জাতিক বিনিময় সম্পর্কে প্রতিনিধিদলটিকে অবহিত করেন। চীনের জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্থায়ী কমিটির সদস্য, সিপিপিসিসি’র সিশুয়াংপাননার ভাইস চেয়ারম্যান, চীনা বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান, ইয়ুননান প্রাদেশিক বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান, সিশুয়াংপাননার বৌদ্ধ সমিতির প্রধান, ইয়ুননান বৌদ্ধ কলেজের সিশুয়াংপাননা শাখার সভাপতি, এবং সিশুয়াংপাননা জেনারেল বৌদ্ধ মন্দিরের অ্যাবট এল্ডার পাসঙ্গলি লুংচুয়াং মেং প্রতিনিধিদলের সাথে দেখা করেন। তিনি প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং বিস্তারিতভাবে সিশুয়াংপাননায় বৌদ্ধ ধর্মের অবস্থা তুলে ধরেন।

প্রতিনিধিদলের সদস্যরা বলেন, এবারের ইয়ুননান সফর একটি অস্মরণীয় অভিজ্ঞতা। এই সফর চীন ও ভারতের বৌদ্ধ মহলের বন্ধুত্বকে সামনে এগিয়ে নিতে পারবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। পাশাপাশি, আগামী ২২ ও ২৩ মে কলকাতায় অনুষ্ঠেয় বুদ্ধের জন্মদিনসংক্রান্ত উদযাপনী অনুষ্ঠানে অংশ নিতে মন্দিরের অ্যাবটকে আমন্ত্রণও জানান তাঁরা।

ভবিষ্যতে ইয়ুননানে বৌদ্ধ বিনিময় কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন। মন্দিরের অ্যাবট বলেন, চীনের বৌদ্ধ সমিতির সমর্থন ও নির্দেশনায় ভারতের বৌদ্ধ মহলের সাথে বিনিময় ও পারস্পরিক জানাশোনা আরও জোরদার হবে।

প্রতিনিধিদল ইয়ুননান প্রাদেশিক বৌদ্ধ কলেজের শিশুয়াংপাননা শাখা কলেজ পরিদর্শন করেন; স্থানীয় বৌদ্ধ ধর্মীয় শিক্ষার অবস্থার খোঁজ-খবর নেন, এবং কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। তা ছাড়া, ‘চিং ফিয়াও’ মন্দিরও পরিদর্শন করে প্রতিনিধিদলটি।

Share this story on

Messenger Pinterest LinkedIn