বাংলা

নতুন দফায় পান্ডা সংরক্ষণ খাতে সহযোগিতা করবে চীন ও যুক্তরাষ্ট্র

CMGPublished: 2024-04-27 16:53:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ২৭: চীনের বন্যপ্রাণী সংরক্ষণ সমিতি সূত্রে জানা গেছে, সম্প্রতি সমিতি যুক্তরাষ্ট্রের সান দিয়েগো চিড়িয়াখানার সাথে পান্ডা সংরক্ষণ খাতে একটি সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায়, চীন সান দিয়েগো চিড়িয়াখানায় একজোড়া জায়ান্ট পান্ডা পাঠাবে। পান্ডা সংরক্ষণ খাতে এই নতুন দফার চীন-মার্কিন সহযোগিতা চলবে আগামী ১০ বছর।

যুক্তরাষ্ট্রে দুইটি পান্ডার স্বাস্থ্যকর জীবন নিশ্চিত করতে, চলতি বছরের মার্চে, চীনা বন্যপ্রাণী সংরক্ষণ সমিতির একদল বিশেষজ্ঞ সান দিয়েগো চিড়িয়াখানা পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট শলা-পরামর্শ করে। এ সময় তাঁরা পান্ডার প্রজনন, জীবনযাত্রার পরিবেশ, এবং স্বাস্থ্যসেবার মান নিয়ে মার্কিন পক্ষের সাথে মতবিনিময় করেন।

ইতোমধ্যেই পান্ডার বাসস্থানের পরিবেশ উন্নত করতে সংশ্লিষ্ট স্থানটি সংস্কার ও উন্নত করেছে যুক্তরাষ্ট্র। একই সাথে, চিড়িয়াখানাটি পান্ডাদের জন্য বিশেষ পেশাদার দল গঠন করেছে, যে দলের সদস্যরা আগেই চীনে গিয়ে পান্ডা প্রজনন ব্যবস্থাপনা, দৈনিক যত্ন, ও এ সম্পর্কিত বৈজ্ঞানিক প্রযুক্তি নিয়ে পড়াশোনা করেছেন।

সান দিয়েগো চিড়িয়াখার সাথে চীনের সংশ্লিষ্ট সহযোগিতা শুধু পান্ডা সংরক্ষণকাজে ইতিবাচক ভূমিকা রাখছে না, বরং দু’দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও সহায়ক প্রমাণিত হচ্ছে। দু’দেশের জনগণকেও আরও কাছাকাছি নিয়ে এসেছে এই সহযোগিতা।

Share this story on

Messenger Pinterest LinkedIn