বাংলা

মার্কিন নতুন বিল বিশ্বকে আরও বিশৃঙ্খল করবে: জনমত জরিপ

CMGPublished: 2024-04-26 18:49:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ২৬: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ৯৫ বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা বিলে স্বাক্ষর করেছেন। যাকে বলা হয় ‘সহায়তা’, কিন্তু অনেকের চোখে এটি অশান্ত পৃথিবীতে আরও বিশৃঙ্খলা বাড়াবে! সম্প্রতি সারা বিশ্বের নেটিজেনদের মধ্যে চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএনের চালু করা একটি সমীক্ষায় দেখা যায় যে, উত্তরদাতাদের প্রায় ৯০ শতাংশ মার্কিন "সাহায্যের" প্রতি সন্তুষ্ট ছিল না এবং বিশ্বাস করে যে, মার্কিন সাহায্য সর্বদা মার্কিন স্বার্থকে অগ্রাধিকার দেয় এবং অন্য দেশের ব্যবহারিক স্বার্থ ও গ্রাহকদের উপেক্ষা করে।

এই বিলে ইউক্রেনকে ৬০ বিলিয়ন ডলারের বেশি এবং ইসরায়েলকে ২৬ বিলিয়ন ডলারের বেশি প্রদান করা হয়েছে। এ বিষয়ে, বিশ্বের প্রায় ৯৪.৯২ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন যে, মার্কিন সাহায্য এবং অস্ত্র ব্যবসায়ীদের মধ্যে স্বার্থের যোগসাজশ রয়েছে এবং যুক্তরাষ্ট্র মানবিক সংকটকে কাজে লাগায় যুদ্ধ থেকে স্বার্থ লাভের জন্য। ৮৯.৩৪ শতাংশ উত্তরদাতারা বিশ্বাস করেন যে, যুক্তরাষ্ট্রের সহায়তা বিশ্বের অনেক অঞ্চলে সংঘাত-কবলিত দলগুলিকে সামরিক সহায়তা দেয় এবং আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

এটি উল্লেখ করা উচিত যে, এ বিলটি "ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তার" জন্য ৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সহায়তা দেবে। যার মধ্যে রয়েছে চীনের তাইওয়ান অঞ্চলে সামরিক অর্থায়ন! মার্কিন এই পদক্ষেপ এক-চীন নীতিকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে।

বিশ্বব্যাপী উত্তরদাতাদের ৯৩.১৫ শতাংশ বিশ্বাস করেন যে, যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরে বিশ্বের বৃহত্তম দাতা হিসাবে তার "অবদান" দেখিয়েছে; কিন্তু বাস্তবে কখনোই তার আন্তর্জাতিক দায়িত্ব পুরোপুরি পালন করেনি।

Share this story on

Messenger Pinterest LinkedIn