বাংলা

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধবিরতির আহ্বান জানায় বিশ্বের নেটিজেনরা

CMGPublished: 2024-04-26 18:00:37
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ২৬: চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র অধীনে সিজিটিএনের উদ্যোগে সারা বিশ্বের নেটিজেনদের ওপর এক জরিপ করা হয়েছে। এতে দেখা যায় যে, ৯০.০৫ শতাংশ উত্তরদাতারা আরও গুরুতর মানবিক সংকট এড়াতে অবিলম্বে ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। বিশ্বব্যাপী উত্তরদাতাদের ৯৩.৫ শতাংশ উল্লেখ করেন যে, সব পক্ষের উচিত আন্তর্জাতিক মানবিক আইনে তাদের বাধ্যবাধকতা মেনে চলা এবং অবিলম্বে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সব সহিংস আক্রমণ বন্ধ করা।

চীন সবসময় মনে করে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব পালন করে। এ বিষয়ে ৯৩ শতাংশ উত্তরদাতা চীনের এ ভূমিকার স্বীকৃতি দেয় এবং মনে করে যে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত মধ্যস্থতার ভূমিকা পালন করা। একজন সিজিটিএন নেটিজেন বলেন, এত বছরে এতো দুর্ভোগ, যন্ত্রণা ও মৃত্যু হয়েছে, আমাদের অবশ্যই চূড়ান্ত শান্তি খোঁজার চেষ্টা করতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি বৈদেশিক সাহায্যের প্রস্তাবে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে ইসরায়েলকে ২৬ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সাহায্য দেওয়া হবে। জরিপে ৯২ শতাংশ উত্তরদাতা এর তীব্র নিন্দা জানায় এবং মনে করে যে, বিদেশি শক্তিগুলো অবিলম্বে সংঘর্ষের দুই পক্ষকে অস্ত্র ও সরঞ্জাম দেওয়া বন্ধ করা উচিত। সিজিটিএন এক নেটিজেন বলেন, এখন অস্ত্র সরবরাহ করা যেন আগুনে তেল ঢালার মত।

নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব ও আন্তর্জাতিক সমঝোতা অনুযায়ী ফিলিস্তিন ও ইসরায়েল সমস্যার ন্যায়সঙ্গত ও যৌক্তিক সমাধান করা উচিত। চীনের মতে, এই সমস্যা সমাধানের মূল পথ হল ‘দুই রাষ্ট্র’ প্রস্তাব বাস্তবায়ন করা, ফিলিস্তিন জাতির বৈধ অধিকার পুনরুদ্ধার করা। ৮৮ শতাংশ উত্তরদাতা এ বিষয়ে একমত।

Share this story on

Messenger Pinterest LinkedIn