বাংলা

চীন-তাঞ্জানিয়া সম্পর্ক উন্নয়ন দু’দেশের প্রেসিডেন্টের সদিচ্ছা

CMGPublished: 2024-04-26 18:02:51
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ২৬: চীন ও তাঞ্জানিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকীতে আজ (শুক্রবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট সামিয়া হাসান পরস্পরকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

সি চিন পিং বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০ বছরে, চীন ও তাঞ্জানিয়ার রাজনৈতিক আস্থা দিন দিন মজবুত হচ্ছে, বিভিন্ন খাতের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে, যা দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার দৃষ্টান্ত তৈরি করেছে। নতুন ঐতিহাসিক সূচনায় সি চিন পিং প্রেসিডেন্ট হাসানের সঙ্গে দু’দেশের ঐতিহ্যগত মৈত্রী আরো বাড়াতে, দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক আরো সমৃদ্ধ করতে এবং চীন-আফ্রিকা অভিন্ন কল্যাণের সমাজ গঠনে আরো বড় অবদান রাখতে চান।

হাসান তাঁর বার্তায় বলেন, ৬০ বছরে দু’দেশের ঐক্য, মৈত্রী ও আন্তরিক সহযোগিতা অব্যাহতভাবে বাড়ছে। দু’দেশ পরস্পরের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করেছে। চীনের অর্জিত যুগান্তকারী আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে তাঞ্জানিয়া। তাঞ্জানিয়া দৃঢ়ভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ ও বিশ্ব উন্নয়ন উদ্যোগকে সমর্থন করবে, দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক জোরদার করবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn