বাংলা

কলকাতায় চীনা কনস্যুলেট জেনারেল-এর মাধ্যমে ভারতীয় সন্ন্যাসীদের খুনমিং সফর

CMGPublished: 2024-04-25 19:37:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ২৫: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউননান প্রদেশের বৌদ্ধ সমিতির আমন্ত্রণে কলকাতায় চীনা কনস্যুলেট জেনারেল-এর মাধ্যমে তিনজন ভারতীয় বৌদ্ধভিক্ষু ড. শ্রমন অরুণজ্যোত, ড. বুদ্ধশ্রী ফারা এবং ভিক্ষু জিনা প্রিয়া ২৪ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ইউননান প্রদেশে পরিদর্শন করছেন।

ভারতীয় বৌদ্ধ প্রতিনিধি দলটি আজ (বৃহস্পতিবার) সকালে খুনমিংয়ের ইউয়ানথং মন্দির এবং ছিয়ংচু মন্দির পরিদর্শন করেন, ইউননান বৌদ্ধ সমিতির ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি-জেনারেল খাং নানশান, ইউননান বৌদ্ধ সমিতির ভাইস প্রেসিডেন্ট ও ইউয়ানথং মন্দিরের মঠকর্তা শি ছুনফা, ছিয়ংচু মন্দিরের মঠকর্তা জিং ইউয়ান এবং দুটি মন্দিরের প্রধান ভিক্ষু এই মতবিনিময়ে অংশ নেন। উভয় পক্ষের সন্ন্যাসীরা চীন ও ভারতের মধ্যে বৌদ্ধধর্মের বিনিময় নিয়ে গভীর আলোচনা করেছেন।

ইউননান বৌদ্ধ সমিতির ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি-জেনারেল খাং নানশান চীন এবং ইউননানে বৌদ্ধ ধর্মের সাম্প্রতিক বিকাশের পাশাপাশি ইউননান বৌদ্ধ সমিতি এবং প্রতিবেশী দেশগুলির দ্বিপাক্ষিক আদান-প্রদান প্রবর্তন করেছিলেন। তাঁরা বিভিন্ন মন্দিরের বৌদ্ধ চেতনা অনুশীলন করা এবং বিশ্বকে সাহায্য করা, জোরেশোরে দাতব্য কার্যক্রম পরিচালনা করা এবং দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করেছেন।

মঠকর্তা শি ছুনফা ইউয়ানথং মন্দিরের পরিস্থিতি ও বিকাশের পরিচয় দেন এবং চীনা বৌদ্ধধর্মের বিকাশ থেকে উদ্ভূত সংস্কৃতি, স্থাপত্য, শিল্প ও অন্যান্য দিকের কৃতিত্বের পরিচয় দেন। মঠকর্তা জিং ইউয়ান মন্দিরের অনন্য আরহাত ভাস্কর্যের বৈশিষ্ট্য তুলে ধরেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn