বাংলা

চীন পাকিস্তানের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু: পাক প্রেসিডেন্ট

CMGPublished: 2024-04-25 19:24:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ২৫: চীন পাকিস্তানের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু, পাকিস্তান চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চায়। গতকাল (বুধবার) ইসলামাবাদে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ জারদারি এসব কথা বলেছেন।

এদিন চীনের জাতীয় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান লুও চাও হুই-এর সঙ্গে সাক্ষাত্কালে পাক প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান ও চীন পরস্পরকে সম্মান করে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। পাকিস্তান সবসময় চীনকে সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু হিসেবে দেখে। তাঁর দেশ দৃঢ়ভাবে চীনের কেন্দ্রীয় স্বার্থ রক্ষার চেষ্টায় সমর্থন দেবে। দাসু হাইড্রোপাওয়ার স্টেশনে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় পাঁচ চীনা নাগরিকের মর্মান্তিক মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করেন তিনি এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাও জানান তিনি। পাকিস্তান যত তাড়াতাড়ি সম্ভব হত্যাকারীদের বিচারের আওতায় আনার দৃঢ় প্রতিশ্রুতি দেয় এবং সন্ত্রাসীদের কখনই দুই দেশের বন্ধুত্ব নষ্ট করতে দেবে না।

জবাবে লুও চাও হুই বলেন, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে পাকিস্তানের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করে চীন। চীন পাকিস্তানের সঙ্গে কার্যকরভাবে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদার করতে আগ্রহী। চীন আশা করে, পাকিস্তান সে দেশে থাকা চীনা নাগরিক ও প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষায় ব্যবস্থা নেবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn