বাংলা

লং মার্চ২ এফ রকেটটি রিফুয়েল করা সম্পন্ন এবং শেনচৌ-১৮ এর মসৃণ ফ্লাইট নিশ্চিত করতে প্রস্তুত

CMGPublished: 2024-04-25 16:53:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ২৫: লং মার্চ ২ এফ’র বহনকারী রকেট গতকাল(বুধবার) বিকেলে পরিকল্পনা অনুযায়ী রিফুয়েলিং করা হয়েছে। শেনচৌ-১৮ এর মসৃণ ফ্লাইট নিশ্চিত করতে চীনের চিউ ছুয়ান উত্ক্ষেপণ কেন্দ্রে প্রস্তুত হয়েছে। রকেট রিফুয়েলিং করা খুব ঝুকিপূর্ণ ও চ্যালেঞ্জিং কাজ।

চিউ ছুয়ান উত্ক্ষেপণ কেন্দ্রের কর্মকর্তা থোং ওয়েই বলেন, "গুণমান ও বলিষ্ঠতার সঙ্গে আমরা কাজ করছি, যাতে রকেটকে কখনোই নিম্নমানের প্রোপেলান্টের একটি ফোঁটা আকাশে আনা যায় না।"

Share this story on

Messenger Pinterest LinkedIn