বাংলা

চীনের বিদ্যুতচালিত যানবাহনের বিরুদ্ধে মার্কিন তত্ত্ব ভিত্তিহীন

CMGPublished: 2024-04-24 21:31:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ২৪: সম্প্রতি মার্কিন সরকার তথাকথিত ‘জাতীয় নিরাপত্তার’ দোহাই দিয়ে, চীনে তৈরি বিদ্যুতচালিত যানবাহনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চালানোর ঘোষণা দেয়। প্রশ্ন হচ্ছে: সত্যিই কি চীনে তৈরি বিদ্যুতচালিত তথা নতুন জ্বালানিচালিত যানবাহন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রতি কোনো হুমকি সৃষ্টি করছে বা করতে পারে?

‌২০২২ সালের মে মাসে, ‘পনি এআই’ নামক চীনের একটি অটোপাইলট সেবা কম্পানিকে নিষিদ্ধ করে মার্কিন সরকার। সেক্ষেত্রে চীনা গাড়ি কম্পানির বিরুদ্ধে যে-অভিযোগ আনা হয়, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যুক্তরাষ্ট্রের এহেন আচরণের আসল উদ্দেশ্য হচ্ছে, চীনের উদ্ভাবনশীল শিল্পপ্রতিষ্ঠানগুলোকে মার্কিন বাজারে প্রবেশ করতে না-দেওয়া।

দৃশ্যত, যুক্তরাষ্ট্র বিশ্বকে এ ব্যাপারে বিভ্রান্ত করছে। আর এর কারণ, নিজের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতার বাজারে অন্যায় সুবিধা দেওয়া। এহেন আচরণ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

Share this story on

Messenger Pinterest LinkedIn