বাংলা

পশ্চিমাঞ্চল উন্নয়নবিষয়ক আলোচনাসভায় প্রেসিডেন্ট সির সভাপতিত্ব

CMGPublished: 2024-04-24 11:07:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ২৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (মঙ্গলবার) বিকেলে ছোং ছিং শহরে নতুন যুগে পশ্চিমাঞ্চল উন্নয়ন বেগবান বিষয়ক আলোচনাসভায় সভিপতিত্ব করেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

ভাষণে তিনি বলেন, চীনের সংস্কার ও উন্নয়নে পশ্চিমাঞ্চলের অপরিহার্য ভূমিকা রয়েছে। তাই সবার উচিত বরাবরই সিপিসি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশিত পশ্চিমাঞ্চলের বড় আকারে উন্নয়নের ব্যবস্থা বেগবান করা, যাতে বড় আকারে সংরক্ষণ, উন্মুক্তকরণ এবং গুণগত মানসম্পন্ন উন্নয়নের নতুন অবকাঠামো গড়ে তোলা সম্ভব হয়। পাশাপাশি আঞ্চলিক সামগ্রিক সক্ষমতা এবং টেকসই উন্নয়ন দক্ষতা বাড়াতে হবে, যাতে চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের উন্নয়নে পশ্চিমাঞ্চলে নতুন অধ্যায় সৃষ্টি করা যায়।

আলোচনাসভায় চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মহাপরিচালক জেং শান চিয়ে, ছোং ছিং মহানগরের সিপিসি’র সম্পাদক ইউয়ান চিয়া চুন, সিছুয়ান প্রদেশের সিপিসির সম্পাদক ওয়াং সিয়াও হুই, সায়ানসি প্রদেশের সিপিসি’র সম্পাদক চাও ই তে এবং সিনচিয়াং উইগুর স্বায়ত্তসাশিত অঞ্চলের সিপিসি’র সম্পাদক মা সিং রুই পরপরই ভাষণ দেন। তাঁরা পশ্চিমাঞ্চলের বড় আকারের উন্নয়ন সম্পর্কে কার্যবিবরণী পেশ করেন।

সবার বক্তব্য শোনার পর সি চিন পিং বলেন, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পশ্চিমাঞ্চলে বড় উন্নয়ন নীতি প্রবর্তনের ৫ বছরে ওই অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধারে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। গুণগত মানসম্পন্ন উন্নয়নের দক্ষতা অনেক বেড়েছে। উন্মুক্ত অর্থনৈতিক অবকাঠামো দ্রুত গড়ে তোলা হচ্ছে, অবকাঠামো ব্যাপকভাবে উন্নত হচ্ছে এবং মানুষের জীবনের মান স্থিতিশীলভাবে উন্নীত হচ্ছে। এ অঞ্চল সময়মতো দারিদ্র্যমুক্তকরণের লড়াইয়ে জয়ী হয়ে চীনজুড়ে সব প্রদেশের সঙ্গে সার্বিকভাবে সচ্ছল সমাজ গঠনের কাজ সম্পন্ন করেছে এবং সার্বিকভাবে সমাজতান্ত্রিক আধুনিক দেশের নতুনযাত্রা উন্মোচন করেছে। তবে এটি লক্ষ্যণীয় যে, পশ্চিমাঞ্চল এখনও বেশ কিছু কঠিন পরিস্থিতি ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, যা মোকাবিলা করতে হবে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn