বাংলা

অতিরিক্ত শুল্ক তুলে নিতে যুক্তরাষ্ট্রকে বেইজিংয়ের তাগিদ

CMGPublished: 2024-04-23 18:28:02
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ২৩: চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের মূল লক্ষ্য হওয়া উচিত পারস্পরিক সুবিধা ও কল্যাণ। বাণিজ্যযুদ্ধে কোনো পক্ষ বিজয়ী হতে পারে না। যুক্তরাষ্ট্রের উচিত চীনা পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক অবিলম্বে তুলে নেওয়া। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত অতিরিক্ত শুল্ক দু’দেশের স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক বিনিময়কে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে, দু’দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর স্বার্থের ক্ষতি করছে, আমেরিকান ভোক্তাদের ক্ষতি করছে, এবং বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করছে।

তিনি বলেন, বেইজিং যুক্তরাষ্ট্রকে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে চলতে, চীনা পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক তুলে নিতে, এবং আরও অতিরিক্ত শুল্ক আরোপ থেকে বিরত থাকতে তাগিদ দেয়।

চীন তার অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলেও মুখপাত্র উল্লেখ করেন।

Share this story on

Messenger Pinterest LinkedIn