বাংলা

‘আন্তর্জাতিক চীনা ভাষা দিবস’ পালিত

CMGPublished: 2024-04-20 19:10:08
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ২০: গতকাল (শুক্রবার) ছিল ১৫তম ‘আন্তর্জাতিক চীনা ভাষা দিবস’। আন্তর্জাতিক অঙ্গনে চীনা ভাষার ব্যাবহারকে আরও এগিয়ে নিতে, সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এডুকেশান অ্যান্ড কোঅপারেশানের উদ্যোগে, চলতি বছরের ‘আন্তর্জাতিক চীনা ভাষা দিবস’-এর বিশেষ কার্যক্রম ‘কোঅপারেশান কাউন্সিল ফর দা অ্যারাব স্টেটস অব দা গাল্ফ স্টুডেন্টস স্প্রিং ক্যাম্প’ বেইজিং ভাষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়।

কার্যক্রমের অংশ হিসেবে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, ও বাহরাইনের শিক্ষক ও ছাত্রছাত্রীরা বেইজিং, শাংহাই, সেনচেন ও সেনইয়াংসহ চীনের একাধিক শহরের বিভিন্ন বিশ্ববিদালয় সফর করবেন, চীনা বিশ্ববিদালয়ের শিক্ষার্থীদের সাথে ভাব বিনিময় করবেন, এবং চীনের ঐতিহ্যিক সংস্কৃতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করবেন।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে ‘আন্তর্জাতিক চীনা ভাষা দিবস’ উপলক্ষ্যে, সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এডুকেশান অ্যান্ড কোঅপারেশান বিভিন্ন সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আয়োজন করে আসছে। বিগত ৪ বছরে এই সেন্টার ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলে ৩ সহস্রাধিক সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করে। এসব কার্যক্রমে অংশগ্রহণকারীর সংখ্যা ৮৬ কোটি ছাড়িয়ে গেছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn