বাংলা

ফিলিপিন্সের দক্ষিণ চীন সাগরসংশ্লিষ্ট ঘোষণা সম্পূর্ণ ভুল: চীনা মুখপাত্র

CMGPublished: 2024-04-20 19:07:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ২০: ফিলিপিন্সের দক্ষিণ চীন সাগরসংশ্লিষ্ট সাম্প্রতিক ঘোষণা সম্পূর্ণ ভুল ও অগ্রহণযোগ্য। গতকাল (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র-জাপান-ফিলিপিন্স ত্রিপক্ষীয় শীর্ষসম্মেলন প্রসঙ্গে চীন ইতোমধ্যে নিজের অবস্থান প্রকাশ করেছে। এ শীর্ষসম্মেলনের প্রকৃত লক্ষ্য কী? তিন পক্ষ আঞ্চলিক শান্তি ও সহযোগিতা উন্নয়নের জন্য কাজ করছে, নাকি ব্লক পলিটিক্স করছে? বিশ্ববাসী তা ভালোই বুঝতে পারছে।

চীনা মুখপাত্র জোর দিয়ে বলেন, দক্ষিণ চীন সাগর সম্পর্কে চীনের অবস্থান বরাবরই অভিন্ন ও স্পষ্ট। এ ইস্যুতে চীন-ফিলিপিন্স সম্পর্কের অবনতির কারণ, ম্যানিলা নিজের প্রতিশ্রুতি ভেঙ্গে, চীনের সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টি করছে। পাশাপাশি, বাইরের শক্তিকে কাজে লাগিয়ে ফিলিপিন্স চীনকে চাপে ফেলার অপচেষ্টায়ও লিপ্ত। কিন্তু কোনো উস্কানি বা চাপের কাছে চীন মাথা নত করবে না।

মুখপাত্র আরও বলেন, ফিলিপিন্স যুক্তরাষ্ট্রকে কাজে লাগিয়ে কোনোভাবে সফল হতে পারবে না। নিজের নিরাপত্তা ও উন্নয়ন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার একমাত্র সঠিক উপায় হচ্ছে প্রতিবেশীদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং সংলাপ ও আলোচনার টেবিলে ফিরে আসা।

Share this story on

Messenger Pinterest LinkedIn