বাংলা

মার্কিন ভিটোর কারণে ফিলিস্তিন জাতিসংঘের সদস্যপদ পেলো না: চীন

CMGPublished: 2024-04-20 17:55:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ২০: শুধুমাত্র মার্কিন ভিটোর কারণে, ১৩ বছর পর, আবারও জাতিসংঘের আনুষ্ঠানিক সদস্যপদ পেতে ব্যর্থ হলো ফিলিস্তিন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, ২০১১ সালের শুরুর দিকে, ফিলিস্তিন কর্তৃপক্ষ জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করেছিল। তখনও একমাত্র যুক্তরাষ্ট্র সে আবেদনের বিরোধিতা করে। অথচ, একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছে কয়েক প্রজন্মের ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষা ও বৈধ অধিকার।

মুখপাত্র বলেন, ফিলিস্তিন ইস্যুতে চীন সবসময় শান্তি ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়িয়েছে। জাতিসংঘের আনুষ্ঠানিক সদস্যপদের জন্য ফিলিস্তিনের আবেদন বরাবরই চীন সমর্থন করে আসছে।

তিনি আরও বলেন, গাজায় দ্রুত যুদ্ধবিরতি বাস্তবায়ন, মানবিক পরিস্থিতির উন্নয়ন, এবং ‘দুই রাষ্ট্র তত্ত্বের’ ভিত্তিতে ফিলিস্তিন সংকট সমাধানের লক্ষ্যে চীন গঠনমূলক ভূমিকা রেখে যাবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn