বাংলা

প্রথম প্রান্তিকে চীনের অর্থনীতি ভালো উন্নতি করেছে

CMGPublished: 2024-04-19 19:41:37
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ১৯: চীনের উপ-বাণিজ্যমন্ত্রী কুও থিং থিং বলেন, চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের অর্থনীতির ভালো উন্নয়ন হয়েছে, বাণিজ্য ব্যবস্থা সামষ্টিকভাবে স্থিতিশীল ছিল, কাঠামো সুবিন্যস্ত হয়েছে, যা অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য ইতিবাচক অবদান রেখেছে। আজ (শুক্রবার) বিকেলে রাষ্ট্রীয় পরিষদের সংবাদ সম্মেলনে তিনি প্রথম প্রান্তিকে চীনা অর্থনীতি ও বাণিজ্য অবস্থার পরিচয় দেওয়ার সময়ে এ কথা বলেন।

তিনি বলেন, ভোগ-অর্থনীতি উন্নয়নের প্রধান চালিকাশক্তি। প্রথম প্রান্তিকে চীনের জিডিপি গত বছরের একই সময়ের চেয়ে ৫.৩ শতাংশ বেড়েছে, এর মধ্যে ভোগব্যয়ের অবদান ৭৩.৭ শতাংশ। ভোগ্যপণ্যের মোট বিক্রি পরিমাণ ৪.৭ শতাংশ বেড়েছে। ভোক্তাদের উচ্চমানের ও সমৃদ্ধ ‘অভিজ্ঞতামূলক’ ভোগের চাহিদা অব্যাহতভাবে বাড়ছে।

প্রথম প্রান্তিকে বৈদেশিক বাণিজ্য স্থিতিশীলতা বজায় রেখেছে। পণ্য-বাণিজ্যের পরিমাণ ১০.২ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা প্রথমবারের মত ১০ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রপ্তানির অবদান হার ১৪.৫ শতাংশে বেড়েছে।

বাজারের দিক থেকে দেখলে, চীনের বাজার উদীয়মান বাজারের ভালো প্রাণশক্তি বজায় রেখেছে। প্রথম প্রান্তিকে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আমদানি ও রপ্তানির পরিমাণ ৫.৫ শতাংশ বেড়েছে। উন্নত দেশগুলোর বাজার কিছু পুনরুদ্ধার হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমদানি রপ্তানি গত বছরের চেয়ে ৫.৫ শতাংশ বেড়েছে।

বিনিয়োগের দিক থেকে দেখে, ‘চীনে বিনিয়োগ’ কার্যক্রম ভালো সাড়া পেয়েছে। এর প্রথম অনুষ্ঠানে ১৭টি দেশ ও অঞ্চলের ১৭০টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করেছে। প্রথম প্রান্তিকে চীনে নতুন প্রতিষ্ঠিত বিদেশি কোম্পানি ১২ হাজার, যা ২০.৭ শতাংশ বৃদ্ধি হয়েছে। প্রথম প্রান্তিকে বিদেশি পুঁজির প্রকৃত ব্যবহার ৩০১.৬৭ বিলিয়ন ইউয়ান, যা ঐতিহাসিকভাবে উচ্চ পর্যায়ে রয়েছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn