বাংলা

বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগে অংশ গ্রহণকে স্বাগত জানায় চীন

CMGPublished: 2024-04-19 19:27:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ১৯: স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং যৌথভাবে নিরাপদ ও সুন্দর এক বিশ্ব নির্মাণের জন্য বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগে অংশ গ্রহণকে স্বাগত জানায় চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, ২০২২ সালের এপ্রিল মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ উত্থাপন করেন। গত দুই বছরে চীন মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ— এই ধারণাকে লালন করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছে, বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাব ব্যাপকভাবে বাস্তবায়ন করেছে এবং ধারাবাহিক ইতিবাচক ও গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে।

উদ্যোগটি ঐক্য ও সহযোগিতার মাধ্যমে অভিন্ন নিরাপত্তা খোঁজার আন্তর্জাতিক ঐকমত্যকে মূর্ত করে উল্লেখ করে লিন চিয়েন বলেন, এই উদ্যোগ বৈরিতার পরিবর্তে সংলাপ করা, জোটের পরিবর্তে অংশীদারিত্ব এবং ‘জিরো সাম’ গেম খেলার পরিবর্তে জয়-জয় নীতির পক্ষপাতী। এখন পর্যন্ত উদ্যোগটি একশ’টিরও বেশি দেশ এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার সমর্থন পেয়েছে। অন্যান্য দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে চীনের বিনিময় ও সহযোগিতার দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক নথিতে লেখা হয়েছে উদ্যোগটি। উদ্যোগটির কাঠামোর অধীনে প্রাসঙ্গিক সহযোগিতা ক্রমশ অগ্রসর হচ্ছে বলেও জানান মুখপাত্র।

Share this story on

Messenger Pinterest LinkedIn