বাংলা

স্বাধীন দেশ প্রতিষ্ঠায় ফিলিস্তিনকে সাহায্য করতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

CMGPublished: 2024-04-19 18:50:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ১৯: একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দীর্ঘ লালিত স্বপ্ন পূরণে ফিলিস্তিনকে সাহায্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

গতকাল (বৃহস্পতিবার) ফিলিস্তিন ও ইসরাইয়েল বিষয়ে নিরাপত্তা পরিষদের উচ্চপর্যায়ের সম্মেলনে গুতেরেস এ আহ্বান জানান।

জাতিসংঘ মহাসচিব বলেন, মধ্যপ্রাচ্য সমস্যা সমাধানের প্রকৃত উপায় ‘দুই-রাষ্ট্র তত্ত্ব’ বাস্তবায়ন করা, অর্থাৎ জাতিসংঘের প্রস্তাব, আন্তর্জাতিক আইনের এবং পূর্ববর্তী চুক্তির ভিত্তিতে জেরুজালেমকে ইসরায়েল এবং ফিলিস্তিন এ দুটি দেশের রাজধানী হিসাবে গড়ে তোলা এবং শান্তি ও নিরাপত্তায় একে অপরের পাশে সহাবস্থান করার লক্ষ্য অর্জন করা। এর অর্থ দখলদারিত্বের অবসান।

গুতেরেস বলেন, এই লক্ষ্য অর্জনে ফিলিস্তনকে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব ও বাধ্যবাধকতা রয়েছে। ‘দুই-রাষ্ট্র তত্ত্ব’ বাস্তবায়নে অগ্রগতি আনতে ব্যর্থ হলে এই অঞ্চলে অস্থিতিশীলতা ও ঝুঁকি বাড়বে এবং মানুষ সহিংসতার চলমান হুমকির মধ্যেই নিমজ্জিত থাকবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn