বাংলা

ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের

CMGPublished: 2024-04-19 16:11:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ১৯: ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক আক্রমণের জবাবে গতকাল (বৃহস্পতিবার) ইরানের কয়েক ব্যক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ব্রিটিশ ও মার্কিন সরকার।

বৃটিশ সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এবার ইরানের ৭ ব্যক্তি ও ৬টি শিল্পপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।এটি ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাথে চালানো ধারাবাহিক নিষেধাজ্ঞা ব্যবস্থা। এ নিষেধাজ্ঞায় অন্তর্ভূক্ত থাকবে সংশ্লিষ্টদের ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পত্তি বাজেয়াপ্ত ইত্যাদি।

একই দিন মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ড্রোন প্রকল্পের সঙ্গে জড়িত ১৬ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন।

ইসরায়েলের এই দুই মিত্রদেশের নিষেধাজ্ঞার মুখে পড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইরানের ইস্পাত ও লৌহশিল্পের ৫টি কোম্পানি এবং একটি গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান।

Share this story on

Messenger Pinterest LinkedIn